Last Updated: Sunday, May 26, 2013, 17:25
ফের বিতর্কে রাজধানী এক্সপ্রেস। এবারের অভিযোগ খাবারের নিম্নমান নিয়ে। আর সেই খাবার খেয়ে অসুস্থ পড়লেন যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টা পর ডাক্তার এলেন। দুর্ব্যবহার করলেন কর্তব্যরত আরপিএফ জওয়ানরা। দুর্বিষহ এই অভিজ্ঞতার শিকার হলেন শিয়ালদহমুখী রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা।ফের দুরপাল্লার ট্রেনে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। এবার দুর্ভোগের শিকার শিয়ালদহমুখী রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। অভিযোগ শনিবার রাতে ট্রেনের খাবার খেয়ে হঠাতই অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পেটের যন্ত্রণার পর শুরু হয় বমি। বারবার অসুস্থতার কথা জানানো হলে প্রায় আড়াই ঘণ্টা পরে পৌঁছন চিকিৎসক।