Last Updated: May 29, 2014 23:22

কাজ শুরু করার পরই মন্ত্রিসভা সম্প্রসারণের ভাবনা নতুন সরকারের। শোনা যাচ্ছে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন আরও ২৫ জন নতুন মুখ। জোরালো হচ্ছে বাবুল সুপ্রিয়র মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সম্ভাবনা।
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই জল্পনা জোরালো হচ্ছিল মন্ত্রিসভায় তরুণ সদস্য হিসেবে জায়গা পেতে পারেন স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয়। কিন্তু শপথ গ্রহণের দিন দেখা যায় মোদী ঘনিষ্ঠ স্মৃতি মন্ত্রিসভায় মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতর পেলেও বাংলা থেকে কাউকেই রাখা হয়নি মন্ত্রিসভায়। জায়গা পাননি দার্জিলিঙের প্রবীন সাংসদ সুরিন্দর সিং আহলুয়ালিয়াও। এ দিকে আমেঠি থেকে ভোটে হেরেও গুরুত্বপূর্ণ দফতর পেয়েছেন স্মৃতি।
মন্ত্রিসভার আয়তনও অনেক ছোট করেছেন মোদী। তখন থেকেই আশা জাগছিল হয়তো মন্ত্রিসভা সম্প্রসারণের সময় হয়তো জায়গা পেতে পারেন বাবুল। শোনা যাচ্ছে আগামী ৫ জুন শপথ নিতে পারেন নতুন মন্ত্রীরা।
First Published: Thursday, May 29, 2014, 23:22