Last Updated: February 7, 2013 22:48

তখন চট্টগ্রামের আকাশসীমায় এমিরেটসের বিমান। হঠাত্ই প্রসব যন্ত্রনা শুরু হয় উড়ানের যাত্রী এক মহিলার। সঙ্গে সঙ্গে দমদমে অবতরণের অনুমতি চান পাইলট। বিমানেই সন্তানপ্রসব করেন ওই প্রসূতি। দমদমে অবতরণের পর নার্সিংহোমে ভর্তি করা হয় মা ও সদ্যোজাতকে।
এমিরেটসের বিমানে দুবাই থেকে ম্যানিলা যাচ্ছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর স্বামী। দুজনেই ফিলিপিন্সের বাসিন্দা। বিমান চট্টগ্রাম ছাড়ানোর পরই হঠাত্ প্রসবযন্ত্রণা অনুভব করেন ওই মহিলা। বিমান চালক সঙ্গে সঙ্গে দমদম এটিসির সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। কিন্তু অবতরণের আগেই বিমানে সন্তান প্রসব করেন ওই মহিলা। দমদমে নামার পর বিমানবন্দরের নিজস্ব অ্যাম্বুল্যান্সে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয় ওই মহিলাকে।
বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ । তবে আরও দুএকদিন তাদের নার্সিংহোমেই থাকতে হবে বলে জানিয়েছেন চিকিত্সকরা।
First Published: Thursday, February 7, 2013, 23:45