Last Updated: Thursday, February 7, 2013, 22:48
তখন চট্টগ্রামের আকাশসীমায় এমিরেটসের বিমান। হঠাত্ই প্রসব যন্ত্রনা শুরু হয় উড়ানের যাত্রী এক মহিলার। সঙ্গে সঙ্গে দমদমে অবতরণের অনুমতি চান পাইলট। বিমানেই সন্তানপ্রসব করেন ওই প্রসূতি। দমদমে অবতরণের পর নার্সিংহোমে ভর্তি করা হয় মা ও সদ্যোজাতকে।