ভারতীয় ফুটবলে শাহেনশাহ-এর আবির্ভাবের পদধ্বনি, ইন্ডিয়ান সুপার লিগে দল কিনতে আগ্রহী আমিতাভ বচ্চন

ভারতীয় ফুটবলে শাহেনশাহ-এর আবির্ভাবের পদধ্বনি, ইন্ডিয়ান সুপার লিগে দল কিনতে আগ্রহী আমিতাভ বচ্চন

ভারতীয় ফুটবলে শাহেনশাহ-এর আবির্ভাবের পদধ্বনি, ইন্ডিয়ান সুপার লিগে দল কিনতে আগ্রহী আমিতাভ বচ্চনভারতীয় ফুটবলে এবার আর্বিভাব ঘটতে পারে বচ্চন পরিবারের। ফেডারেশন সূত্রের খবর, আইপিএল স্টাইল ফুটবল লিগে দল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলিউডের এই বিখ্যাত পরিবার। ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে দল কেনার জন্য বাজারে ছাড়া হয়েছে টেন্ডার। কলকাতা দল কিনতে আগ্রহী বলিউড সুপারস্টার শাহরুখ খান।

শোনা যাচ্ছে, দল কেনার ব্যাপারে এবার এগিয়ে আসতে পারেন অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চন। অভিষেক নিজে ফুটবলের অন্ধ ভক্ত। নিয়মতি ইপিএলের খেলা দেখেন। তাই নয়া লিগে দল কিনতে আগ্রহী তিনি। বচ্চন পরিবার শেষ পর্যন্ত দল কিনলেন কিনা,তা জানা যাবে এপ্রিল মাসে বিড খোলার পর। তবে ফেডারেশন কর্তারা মনে করছেন,শেষপর্যন্ত শাহরুখ খান বা অভিষেক বচ্চন-রা যদি দল কেনেন,তাহলে তা ভারতীয় ফুটবলে নতুন করে এক উন্মাদনার সৃষ্টি করবে।

First Published: Wednesday, March 5, 2014, 22:21


comments powered by Disqus