Last Updated: Wednesday, March 5, 2014, 22:21
ভারতীয় ফুটবলে এবার আর্বিভাব ঘটতে পারে বচ্চন পরিবারের। ফেডারেশন সূত্রের খবর, আইপিএল স্টাইল ফুটবল লিগে দল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলিউডের এই বিখ্যাত পরিবার। ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে দল কেনার জন্য বাজারে ছাড়া হয়েছে টেন্ডার। কলকাতা দল কিনতে আগ্রহী বলিউড সুপারস্টার শাহরুখ খান।