Last Updated: January 29, 2013 21:15

ভারতীয় সিনেমায় বহুবার অভিনয় করতে দেখা গেছে ক্রীড়াবিদদের। কিন্তু সিলভার স্ক্রিনে কোনও ক্রীড়াবিদকে আগে আইটেম নম্বর করতে দেখা যায়নি। কিন্তু এবার আইটেম নম্বরও করে ফেলবেন ভারতের এক ক্রীড়াবিদ। একটি তেলুগু সিনেমায় আইটেম নম্বর করতে দেখা যাবে ভারতীয় ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টাকে। অলিম্পিকের পর ছয় মাস নিজেকে কোর্টের বাইরে রেখেছিলেন কমনওয়েলথে সোনা জয়ী এই শাটলার।
সেই সময়ই সিনেমার প্রযোজক বিজয় কুমারের পক্ষ থেকে এই আইটেম নম্বর করার প্রস্তাব পান বলে জানিয়েছেন জোয়ালা। বিজয় কুমার জোয়ালার বন্ধু। শুটিংয়ের প্রথম দিন বেশ চাপে ছিলেন বলে জানিয়েছেন জোয়ালা। তবে এক সপ্তাহের রিহার্সলের পর সহজেই তিনি এই আইটেম নম্বর করতে পেরেছিলেন বলে জানিয়েছেন এই ব্যাডমিন্টন তারকা।
এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনের সঙ্গে জোয়ালার সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়।
First Published: Wednesday, January 30, 2013, 12:57