Last Updated: Tuesday, January 29, 2013, 21:15
ভারতীয় সিনেমায় বহুবার অভিনয় করতে দেখা গেছে ক্রীড়াবিদদের। কিন্তু সিলভার স্ক্রিনে কোনও ক্রীড়াবিদকে আগে আইটেম নম্বর করতে দেখা যায়নি। কিন্তু এবার আইটেম নম্বরও করে ফেলবেন ভারতের এক ক্রীড়াবিদ। একটি তেলুগু সিনেমায় আইটেম নম্বর করতে দেখা যাবে ভারতীয় ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টাকে। অলিম্পিকের পর ছয় মাস নিজেকে কোর্টের বাইরে রেখেছিলেন কমনওয়েলথে সোনা জয়ী এই শাটলার।