Last Updated: May 10, 2014 22:28
সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম তথা শেষ দফার ভোটগ্রহণ। ভোট কলকাতা সহ সাত জেলার ১৭ আসনে। বহরমপুরের অধীর চৌধুরী থেকে থেকে কৃষ্ণনগরের তাপস পাল। জনপ্রিয়তার যুদ্ধে সামিল নেতা থেকে অভিনেতা সকলেই।
বহরমপুর কি দখলে রাখতে পারবেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী? তাঁকে হঠাতে তৃণমূল ময়দানে নামিয়েছে সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনকে। বামেদের বাজি, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথেশ মুখার্জি। দুহাজার এগারোয় বহরমপুরের সাতটি বিধানসভার ছটিই ছিল কংগ্রেসের দখলে।
কৃষ্ণনগরে আবার তৃণমূল প্রার্থীই চ্যালেঞ্জের মুখে। তাপস পালের পালের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে বিজেপির সত্যব্রত মুখার্জির দাপুটে প্রচার। বামপ্রার্থী কৃষিবিজ্ঞানী শান্তনু ঝা। দুহাজার এগারোয় কৃষ্ণনগরের সাতটি বিধানসভার পাঁচটিতেই জিতেছিল তৃণমূল।
নদিয়ার আর এক কেন্দ্র রাণাঘাটে তৃণমূল প্রার্থী করেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস মণ্ডলকে। বামেদের প্রার্থী শিক্ষিকা অর্চনা বিশ্বাস। দুহাজার এগারোয় রাণাঘাটের অন্তর্গত সাতটি বিধানসভাই ছিল কংগ্রেস-তৃণমূল জোটের দখলে।
First Published: Saturday, May 10, 2014, 22:28