Last Updated: November 3, 2013 12:02

২২ নভেম্বর বহরমপুর পুরসভায় ভোট। গতকাল থেকেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন অধীর চৌধুরী। গতকাল কাশিম বাজারে কর্মিসভা করেন তিনি। আজও বেশ কয়েকটি জায়গায় কর্মিসভা করছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি।
বহরমপুর পুরসভায় এবার ত্রিমুখী লড়াই। মূল লড়াই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে। পুরসভার ২৮ টি ওয়ার্ডেই এবার প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বহরমপুর পুরসভায় আগে ছিল পঁচিশটি ওয়ার্ড। গত তিনটি মেয়াদেই পঁচিশটি ওয়ার্ডেরই দখল রেখেছে কংগ্রেসের। কংগ্রেস কী সেই আধিপত্য বজায় রাখতে পারবে?
তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে। তৃণমূলের তরফে পুরভোট ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হুমায়ুন কবীরকে।
First Published: Sunday, November 3, 2013, 12:02