Last Updated: Friday, November 22, 2013, 10:19
ভোট চলছে রাজ্যের ৫টি পুরসভায়। ভোট হচ্ছে হাওড়া, বহরমপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম ও মেদিনীপুর পুরসভায়। এছাড়াও রাজ্যের ২৩ টি পুরসভার ২৯ টি ওয়ার্ডে উপনির্বাচন। ১৭৮১টি বুথে মোট ১৭৪টি ওয়ার্ডে প্রার্থী নির্বাচনে ভোট দেবেন ১৩ লক্ষ ৬৫ হাজার ২৮০ জন ভোটার। এবারের ভোটে নজরে রয়েছে বামেদের দখলে থাকা হাওড়া পুরসভা ও কংগ্রেসের শক্ত ঘাঁটি বহরমপুর পুরসভা। সোমবার ভোটগণনা।