Last Updated: October 15, 2013 22:01

গতকাল পুজোর ভাসানে গিয়েছিলেন পাটুলি বৈষ্ণবঘাটার ভট্টাচার্য পরিবারের সদস্যরা। আর সেই সুযোগেরই সদব্যবহার করল চোরেরা। খিড়কির দরজা দিয়ে বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না, নগদ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। পবিরারের অভিযোগ, পুলিসকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
দশমীর সন্ধেয় পরিবারের সদস্যদের নিয়ে ভাসান দেখতে গিয়েছিলেন পাটুলি বৈষ্ণবঘাটার বিশ্বজিত্ ভট্টাচার্য। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরে ভট্টাচার্য দম্পতি দেখেন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ। সন্দেহ হওয়ায় বাড়ির পেছন দিকে গিয়ে দেখেন খিড়কি দরজা ভাঙা। ঘরে ঢুকে দেখেন গোটা বাড়ি জুড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।
রাতেই পাটুলি থানায় চুরির অভিযোগ দায়ের হয়। ভট্টাচার্য পরিবারের দাবি, পুলিস তাঁদের অভিযোগকে তেমন গুরুত্বই দেয়নি। বৈষ্ণবঘাটার গোটা বাড়ি জুড়েই এখন তাণ্ডবের ছবি। বিসর্জনের রাতের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ওই পরিবারের সদস্যদের।
First Published: Tuesday, October 15, 2013, 22:01