বৈষ্ণবঘাটা - Latest News on বৈষ্ণবঘাটা| Breaking News in Bengali on 24ghanta.com
দশমীর রাতে খিড়কি ভেঙে চুরি বৈষ্ণবঘাটায়

দশমীর রাতে খিড়কি ভেঙে চুরি বৈষ্ণবঘাটায়

Last Updated: Tuesday, October 15, 2013, 22:01

গতকাল পুজোর ভাসানে গিয়েছিলেন পাটুলি বৈষ্ণবঘাটার ভট্টাচার্য পরিবারের সদস্যরা। আর সেই সুযোগেরই সদব্যবহার করল চোরেরা। খিড়কির দরজা দিয়ে বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকার সোনার গয়না, নগদ টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। পবিরারের অভিযোগ, পুলিসকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।