Last Updated: April 10, 2013 19:42

ছবির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর থেকেই হিট ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি। মিউজিক রিলিজের পর থেকে প্রত্যাশা বাড়ছিল বলম পিচকারি গানটি নিয়ে। অবশেষে মুক্তি পেল বলম পিচকারির ভিডিও।
ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি ছবির এই গান জুড়ে রয়েছে রং, মস্তি আর নাচ। হোলির দিন নয়না(দীপিকা) আর বানি(রণবীর) নাচছেন বন্ধুদের সঙ্গে। বন্ধুদের ভিড়ে মিশে রয়েছেন আদিত্য রয় কপূর ও কল্কি কোয়েচলিনও।
আগামী ৩১ মে মুক্তি পাবে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।
বলম পিচকারি গানের ভিডিও দেখতে ক্লিক করুন
First Published: Wednesday, April 10, 2013, 19:54