Last Updated: Monday, May 20, 2013, 17:44
খোলা গলায় ছেলের প্রশংসা করলেন ঋষি কপূর। ২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির সাঁওরিয়া ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন রণবীর। মাত্র ৭ বছরেই তাঁর উত্থানে স্বাভাবিক ভাবেই অভিভূত ঋষি। গর্বিত বাবা জানালেন, ইন্ডাস্ট্রিতে কপূর পরিবারের যথেষ্ট প্রতিপত্তি থাকা সত্ত্বেও রণবীর যেভাবে কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন ধরনের চরিত্র বেছে সাহস দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।