Last Updated: January 4, 2013 17:39

একদিকে প্রতিবাদ, অন্যদিকে ব্যবসা। প্রতিবাদের ভারতের মাঝে এটা একটা অন্য মুখ। বলত্কারি শব্দটা যেখানে নিন্দা-ঘৃণার নয়, নেশায় ডুবে থাকার দিল্লির গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে যখন দেশ উত্তাল, তখন দেশেরই এক বড় শহরে ধর্ষণ বা `বলত্কার` শব্দটা বিক্রি হচ্ছে অন্যভাবে। মুম্বইয়ের বান্দ্রার এক পাবে `বলত্কারি` নামের এক ককটেল বিক্রি হচ্ছিল দেদার। বিশেষ কতকগুলো মদকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে তৈরি হয় এই `বলত্কারি` নামের ককটেল।
`বলত্কারি` বাংলায় যাকে বলে ধর্ষক এই নামটাকে মদের নাম হিসাবে ব্যবহার করে মুম্বইয়ের সেই পাবের মালিক বেশ পয়সা করেছেন। এতদিন সব ঠিকঠাকই চলছিল। কিন্তু দিল্লি গণধর্ষণের প্রতিবাদের আঁচে তপ্ত হয়ে কিছু মহিলা সংগঠন ও এনসিপি সমর্থকরা বান্দ্রার সেই পাবে হামলা চালায়। চাপে পড়ে ক্ষমা শিকার করে নিতে বাধ্য হন পাবের মালিক। বলেন কাউকে আঘাত করতে নয় নিছক ব্যবসায়িক স্বার্থের কথা মাথায় রেখেই এই নাম রাখা হয়েছিল।
First Published: Saturday, January 5, 2013, 14:04