Mumbai pub - Latest News on Mumbai pub| Breaking News in Bengali on 24ghanta.com
`বলত্‍কারি` ককটলে মেতে মুম্বইয়ের পাব

`বলত্‍কারি` ককটলে মেতে মুম্বইয়ের পাব

Last Updated: Friday, January 4, 2013, 17:39

একদিকে প্রতিবাদ, অন্যদিকে ব্যবসা। প্রতিবাদের ভারতের মাঝে এটা একটা অন্য মুখ। বলত্‍কারি শব্দটা যেখানে নিন্দা-ঘৃণার নয়, নেশায় ডুবে থাকার দিল্লির গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে যখন দেশ উত্তাল, তখন দেশেরই এক বড় শহরে ধর্ষণ বা `বলত্‍কার` শব্দটা বিক্রি হচ্ছে অন্যভাবে। মুম্বইয়ের বান্দ্রার এক পাবে `বলত্‍কারি` নামের এক ককটেল বিক্রি হচ্ছিল দেদার। বিশেষ কতকগুলো মদকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে তৈরি হয় এই `বলত্‍কারি` নামের ককটেল।