ইরানে বাজেয়াপ্ত বার্বি

ইরানে বাজেয়াপ্ত বার্বি

ইরানে বাজেয়াপ্ত বার্বিপশ্চিমি সংস্কৃতি যেন সমাজে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য আগেই `বার্বি ডল`-এর বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইরান। এবার বার্বি বিক্রির অপরাধে কয়েকশো দোকানও বন্ধ করে দিল সে দেশের প্রশাসন। ইরানের এক সংবাদপত্র প্রকাশিত খবর অনুযায়ী, তেহরানের বেশ কয়েকটি খেলনার দোকান থেকে `বার্বি ডল` বাজেয়াপ্ত করা হয়েছে। `পশ্চিমের পুতুল`টির বিক্রির উপর ৯০-এর দশকেই নিষেধাজ্ঞা জারি করে ইরান। সেই সময়ে সরকারের বক্তব্য ছিল, বার্বি-র হাত ধরেই পশ্চিমের খোলামেলা পোশাক, সাজ-সজ্জা নিঃশব্দে ঢুকে পড়ছে ইরানের সমাজে। `বার্বি ডল`-এর জনপ্রিয়তা কমাতে বিভিন্ন সময় নানারকম চেষ্টা করেছে ইরান। ২০০২-এ দারা ও সারা নামে দুটি পুতুল বাজারে আনে সে দেশের সরকার। দারা ও সারা-কে সাজানো হয় একেবারেই ট্র্যাডিশনাল মুসলিম পোশাকে। কোনও লাভ হয়নি। বার্বি-র জনপ্রিয়তায় এতটুকুও আঁচ পড়েনি তাতে।

প্রসঙ্গত, শুধু বার্বি ডলই নয়, পশ্চিমি চলচ্চিত্র, সঙ্গীত, ফ্যাশন, চুলের স্টাইল ইত্যাদি অনেক কিছুর উপরেই নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। অথচ, এত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের চ্যানেলগুলো প্রতি সপ্তাহেই হলিউডের সিনেমা সম্প্রচার করে।

First Published: Friday, January 20, 2012, 22:31


comments powered by Disqus