barbie doll - Latest News on barbie doll| Breaking News in Bengali on 24ghanta.com
ইরানে বাজেয়াপ্ত বার্বি

ইরানে বাজেয়াপ্ত বার্বি

Last Updated: Friday, January 20, 2012, 22:31

পশ্চিমি সংস্কৃতি যেন সমাজে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য আগেই `বার্বি ডল`-এর বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইরান। এবার বার্বি বিক্রির অপরাধে কয়েকশো দোকানও বন্ধ করে দিল সে দেশের প্রশাসন। ইরানের এক সংবাদপত্র প্রকাশিত খবর অনুযায়ী, তেহরানের বেশ কয়েকটি খেলনার দোকান থেকে `বার্বি ডল` বাজেয়াপ্ত করা হয়েছে।