Last Updated: November 25, 2011 21:46

ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে মাওবাদী নেতা কিষেণজিকে। এই অভিযোগে ২৬ ও ২৭ নভেম্বর দুদিনের বাংলা বনধের ডাক দিল মাওবাদীরা। মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ একথা জানিয়েছেন। কিষেণজির হত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে মাওবাদীরা। এর আগে জঙ্গলমহল থেকে যৌথবাহিনী প্রত্যাহারের দাবি, নিরীহ মানুষের উপর যৌথবাহিনী ও ভৈরববাহিনীর অত্যাচারের প্রতিবাদে ওই দুদিন তিন জেলার জঙ্গলমহলে বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা।
First Published: Saturday, November 26, 2011, 13:06