Last Updated: Friday, November 25, 2011, 21:46
ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে মাওবাদী নেতা কিষেণজিকে। এই অভিযোগে ২৬ ও ২৭ নভেম্বর দুদিনের বাংলা বনধের ডাক দিল মাওবাদীরা। মাওবাদী রাজ্য সম্পাদক আকাশ একথা জানিয়েছেন। কিষেণজির হত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে মাওবাদীরা।