বাংলাদেশে বিএনপি-র অবরোধের বলি ৯

বাংলাদেশে বিএনপি-র অবরোধের বলি ৯

বাংলাদেশে বিএনপি-র অবরোধের বলি ৯ বিএনপি-র ডাকা অবরোধের জেরে উত্তাল বাংলাদেশ। ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনেই ৯ জনের মৃত্যু হয়েছে। সাধারণ নির্বাচন পিছনোর দাবিতে মঙ্গলবার থেকে অবরোধের ডাক দিয়েছে খালেদা জিয়ার দল। তারা পাশে পেয়েছে কট্টরপন্থী জামাত-এ-ইসলামিকে।

ময়মনসিং, ব্রাহ্মণবেড়িয়া, কুমিল্লা, গাজিপুর সর্বত্রই দেখা গিয়েছে এক ছবি। কোথাও বোমা ছোড়া হয়েছে পুলিসক লক্ষ্য করে। কোথাও আগুন ধরিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন। সাতক্ষীরায় দুই আওয়ামি লিগ সমর্থককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে জামাত-এ-ইসলামি সমর্থকদের বিরুদ্ধে। কুমিল্লায় জামাত সমর্থকদের হামলায় মৃত্যু হয়েছে এক বিজিবি জওয়ানের।

First Published: Tuesday, November 26, 2013, 23:28


comments powered by Disqus