Last Updated: Saturday, May 18, 2013, 10:55
জঙ্গলমহলের উন্নয়নের জন্য হত দুবছরে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে একাধিক প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এখন কার্যত ধন্দ্বে জঙ্গমহলের বাসিন্দারা। ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে কৃষিবন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে বছর দুয়েক বাদে এখনও বিশ বাঁও জলে প্রকল্পের কাজ। এলাকায় কৃষিবন্ধুর কোনও দেখাই মেলেনি বলে অভিযোগ লালগড় সহ ঝাড়গ্রামের বাসিন্দাদের। দুহাজার এগারো সালে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতিটি ব্লকে নিয়োগ করা হবে পঞ্চাশ জন করে কৃষিবন্ধু। মাসে চার হাজার টাকা বেতনের বিনিময়ে এই কৃষিবন্ধুরাই স্থানীয় কৃষকদের চাষবাস সংক্রান্ত যাবতীয় সমস্যায় পরামর্শ দেবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে কর্মসংস্থানের পাশপাশি এলাকার কৃষিজীবী মানুষের অনেক সমস্যার সুরাহার আশা ছিল। কিন্তু প্রায় দু বছর কেটে গেলেও বিশ বাঁও জলে সেই প্রকল্প। লালগড়ের বাসিন্দাদের অভিযোগ, এখনও কৃষিবন্ধুদের দেখা মেলেনি এলাকায়।