Last Updated: August 1, 2013 21:25

রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামির স্বীকৃতি বাতিল করল বাংলাদেশের হাইকোর্ট। এই রায়ের ফলে বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবে না জামাত। যুদ্ধাপরাধের মামলায় গণহত্যা, লুঠপাট, ধর্ষণের ঘটনায় জামাত নেতাদের জড়িত থাকার অভিযোগে দুহাজার নয় সালে রাজনৈতিক দল হিসেবে জামাতের স্বীকৃতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানান বাংলাদেশের বিশিষ্টজনেরা।
অবশেষে চার বছর পর রাজনৈতিক দল হিসেবে জামাতের স্বীকৃতি বাতিল করল হাইকোর্ট। এই রায়ের প্রভাব পড়বে জামাতের জোটসঙ্গী বিএনপির ওপরও। খালেদা জিয়ার আমলে জামাতের দুই ক্যাবিনেট মন্ত্রী সরকারে ছিলেন। যাঁরা এখন যুদ্ধাপরাধের আসামি। এরমধ্যে একজনকে প্রাণদণ্ডেরও আদেশ দিয়েছে যুদ্ধাপরাধের মামলায় গঠিত আন্তর্জাতিক ট্রাইবু্ন্যাল।
First Published: Thursday, August 1, 2013, 21:25