Last Updated: Thursday, August 1, 2013, 21:25
রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামির স্বীকৃতি বাতিল করল বাংলাদেশের হাইকোর্ট। এই রায়ের ফলে বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবে না জামাত। যুদ্ধাপরাধের মামলায় গণহত্যা, লুঠপাট, ধর্ষণের ঘটনায় জামাত নেতাদের জড়িত থাকার অভিযোগে দুহাজার নয় সালে রাজনৈতিক দল হিসেবে জামাতের স্বীকৃতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানান বাংলাদেশের বিশিষ্টজনেরা।