Last Updated: December 27, 2013 22:55

বাংলাদেশের পরিস্থিতি আরও ঘোরালো হতে চলেছে। প্রতিপক্ষ দুই নেত্রীর সংঘাত চলছেই। সাধারণ নির্বাচনের বিরোধিতা করে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসিতে অনুমতি দেয়নি পুলিস। তবুও ভিডিও বার্তা প্রকাশ করে দেশবাসীকে গণতন্ত্রের অভিযাত্রায় অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন খালেদা জিয়া। পাঁচই জানুয়ারি দেশের সাধারণ নির্বাচনের বিরোধিতা করে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিল বিএনপি সহ আঠারো দলের জোট। নয়া পল্টন থেকেই এই মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেওয়া হয়। কিন্তু বিএনপির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিস। নিরাপত্তার কারণেই অনুমতি নয় বলেই জানিয়ে দিয়েছে ঢাকা পুলিস। তাতে ক্ষুব্ধ বিএনপি নেতৃত্ব। অনুমতি না পেলেও কর্মসূচি বাতিল করছেন না তাঁরা। উল্টে ভিডিও বার্তায় গণতন্ত্রের অভিযাত্রায় অংশ নিতে শুক্রবার দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন খালেদা জিয়া।
বিএনপির বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। দেশের মানুষকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
পাঁচই জানুয়ারি নির্বাচনের দিকে তাকিয়েই এগোচ্ছে সরকার। পুলিসের দাবি, নির্বাচন শান্তিপূর্ণ করতে শুরু হয়েছে ধরপাকড়। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুই শতাধিক মানুষ।
বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে সেনা-পুলিস যৌথ টহল। নির্বাচন শেষ না হওয়ার পর্যন্ত এই টহল চালু থাকবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এরই মধ্যে ঢাকা থেকে এক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতাকে গ্রেফতার করা হয়েছে।
First Published: Friday, December 27, 2013, 22:55