Last Updated: Thursday, May 29, 2014, 08:57
বিভিন্ন রাজ্যের তোলা দাবিদাওয়া সংক্রান্ত বিষয়গুলিকে অগ্রাধিকার এবং সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকদের নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী। বুধবার পিএমও-র আধিকারিকদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও জোরদার করার ওপরেই গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। এরই সঙ্গে মন্ত্রীদের বাজে খরচ বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি।সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানদের সঙ্গে বৈঠক আর তার পরেই মন্ত্রিসভার বৈঠক। এভাবেই চূড়ান্ত ব্যস্ততায় প্রথম দিনটি কেটেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার দ্বিতীয় দিনেও বজায় রইল সেই একই ব্যস্ততার ধারা। প্রথম দিনেই মন্ত্রিসভার সদস্যদের বুঝিয়ে দিয়েছিলেন, কাজ ফেলে রাখা যাবে না। বুধবার সাউথব্লকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠকে সেই একই সুর বেধে দিলেন নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদ্যনিযুক্ত প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র, দুই যুগ্ম সচিব এ কে শর্মা ও ভরত লাল সহ প্রধামন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ আধিকারিকরা। পিএমও-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে জোরদার করার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের তোলা দাবিদাওয়াগুলিকে অগ্রাধিকার দিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া বিবৃতি অনুযায়ী,