Last Updated: November 28, 2013 13:04

বাংলাদেশে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। পাঁচই জানুয়ারি দেশে সাধারণ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে ছড়াচ্ছে উত্তেজনা। গতকালের পর আজও বাংলাদেশে বনধ চলছে। বনধের সময়সীমা আরও ১২ ঘণ্টা বাড়িয়ে দিয়েছে বিরোধীরা।
দেশের নানা প্রান্তে ছড়াচ্ছে হিংসা-সংঘর্ষ। উত্তর-পশ্চিম সিরাজগঞ্জে পুলিসের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে দু-জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে পুলিস, প্যারামিলিটারি সহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে চট্টগ্রাম থেকেও।
বহু জায়গায় হাইওয়ে, রেলপথে অবরোধ চলছে। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় ট্রেনে। বেশকিছু জায়গায় উপড়ে ফেলা হয়েছে রেলওয়ে ট্র্যাক। বহু ট্রেন বাতিল করা হয়েছে। অরাজনৈতিক, নির্দলীয় সরকারের তত্ত্বাবধানে ভোটের দাবি তুলেছে বিএনপি। তাদের বক্তব্য, শেখ হাসিনার পরিবর্তে গ্রহণযোগ্য কাউকে প্রশাসনের শীর্ষে বসিয়ে ভোট করাতে হবে। ভোট স্থগিতের দাবিতেই আপাতত তারা রাস্তায়।
First Published: Thursday, November 28, 2013, 13:04