Last Updated: May 12, 2013 12:40

মাত্র দু`দিন আগে একরকম বাধ্য হয়েই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আজ প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পথে হেঁটেই নিজের সাফাই গাইলেন প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনশল। জানিয়ে দিলেন তিনি কোনও অন্যায় করেননি। রেলে ঘুষ কাণ্ডে তাঁর ভাগ্নে বিজয় সাংলার নাম জড়িয়ে পড়ার পর দলের কোর কমিটির সিদ্ধান্ত মত পদ থেকে সরে দাঁড়ান বনশল।
রেল-গেট কাণ্ডে সিবিআই তদন্তকে স্বাগত জানিয়ে চণ্ডীগড়ের কংগ্রেস সাংসদ ভাগ্নের সঙ্গে তাঁর কোনও ব্যবসায়িক সম্পর্ক নেই বলে আরও একবার দাবি করলেন।
ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়আর পর গত শুক্রবার গ্রেফতার হন বনশলের ভাগ্নে বিজয় সাংলা। অভিযোগ, জনৈক রেলওয়ে বোর্ড সদস্য মহেশ কুমারের কাছ থেকে পদোন্নতির লোভ দেখিয়ে ঘুষ নেন বিজয়। এরপরেই সিবিআই তদন্তে ঘুষ কাণ্ডে জড়িয়ে পড়ে রেল দফতরের একাধিক আধিকারিকের নামও। বিরোধীদের আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বর্ষীয়ান বনশল। মুখরক্ষা করতে তড়িঘড়ি তাঁকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় কংগ্রেসের কোর কমিটি।
First Published: Sunday, May 12, 2013, 12:40