Last Updated: Sunday, May 12, 2013, 12:40
মাত্র দু`দিন আগে একরকম বাধ্য হয়েই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আজ প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পথে হেঁটেই নিজের সাফাই গাইলেন প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনশল। জানিয়ে দিলেন তিনি কোনও অন্যায় করেননি। রেলে ঘুষ কাণ্ডে তাঁর ভাগ্নে বিজয় সাংলার নাম জড়িয়ে পড়ার পর দলের কোর কমিটির সিদ্ধান্ত মত পদ থেকে সরে দাঁড়ান বনশল।