Last Updated: March 27, 2014 22:15

তাঁর টার্গেট গান দিয়ে ভোটারদের মন জয়। তাঁর বিশ্বাস শ্রীরামপুর থেকে তাঁর জয় এখন সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরুপ মন্তব্য করতেও নারাজ তিনি। কিন্তু, শ্রীরামপুরে সন্ত্রাস হলে কীভাবে তার মোকাবিলা করবেন তানিয়ে রীতিমতো চিন্তিত সুরকার- গায়ক বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ি।
গানই তাঁর ভোটের বাজারে তুরুপের তাস। আর এই গান দিয়েই জয় করতে চান শ্রীরামপুরবাসীর মন। রাজনীতিতে সবে হাতেখড়ি। দু মাসের মধ্যেই একেবারে প্রার্থী। তাও আবার শ্রীরামপুরের মতো নজরকাড়া কেন্দ্রে। নাম বেশ কয়েকদিন আগে ঘোষণা হলেও এদিন থেকেই প্রচার শুরু করবেন তিনি। নির্বাচনে তাঁর প্রতিশ্রুতি কী? সেখানেও গানই ভরসা।
সন্ত্রাস হলে কীভাবে মোকাবিলা করবেন? শান্তির বানী পোড়খাওয়া সুরকারের গলায়।
First Published: Thursday, March 27, 2014, 22:15