Last Updated: Monday, March 10, 2014, 21:39
পাহাড়ে কি এবার তারার সঙ্গে তারার লড়াই? তৃণমূলের বাইচুং ভুটিয়ার বিরুদ্ধে কি বিজেপি প্রার্থী হচ্ছেন বাপ্পি লাহিড়ি? বিজেপি শিবিরের তেমনই খবর। আজ দিল্লিতে মোর্চা সভাপতি বিমল গুরুংকে পাশে বসিয়ে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং বলে দিলেন, দার্জিলিঙে বিজেপি প্রার্থীকে নিঃশর্ত সমর্থনে রাজি মোর্চা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনেও বিজেপিকে সমর্থন দেবে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সভাপতি অবশ্য বলছেন, দার্জিলিং কেন্দ্রে তাঁরাই প্রার্থী দিতে চান।ছাড়া হাত ফের ধরল পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চা।