Bappi da joins politics, will fight vote on BJP`s pass

বিজেপিতে যোগ দিলেন বাপ্পি দা, ভোটে দাঁড়াবেন রাজ্য থেকেই

বিজেপিতে যোগ দিলেন বাপ্পি দা, ভোটে দাঁড়াবেন রাজ্য থেকেই বিজেপিতে যোগ দিলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। আজ দুপুরে নয়া দিল্লিতে বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের বাড়িতে যান তিনি। পরে তিনি জানান, চার দশক বিনোদনের দুনিয়ায় থাকার পর এবার দেশের স্বার্থে কাজ করতে চান।

লোকসভা ভোটে এই রাজ্য থেকেই বিজেপির প্রার্থী হতে পারেন বাপ্পি লাহিড়ি। তাঁর জন্য ইতিমধ্যেই তিনটি কেন্দ্রের কথা ভাবা হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। বিনোদন জগতের বেশ কয়েকজন তারকাও আজ বিজেপিতে যোগ দিয়েছেন।



First Published: Friday, January 31, 2014, 20:38


comments powered by Disqus