Last Updated: Wednesday, April 30, 2014, 11:38
ভোট দিয়েই নিজের সেলফি তুলে টুইটারে পোস্ট। ২০১৪ লোকসভা নির্বাচনের এটাই ট্রেন্ড। সেলেব থেকে আম আদমি, সকলেই প্রায় ভোট দিয়ে কালিমাখা আঙুলের ছবি পোস্ট করেছেন। পিছিয়ে থাকলেন না প্রধানমন্ত্রী পদপ্রার্থীও। ভোট দিয়েই সেলফি তুললেন নরেন্দ্র মোদী। সাদা কুর্তায় সেই ছবি পোস্ট করলেন টুইটারে।