Last Updated: March 10, 2014 21:39

পাহাড়ে কি এবার তারার সঙ্গে তারার লড়াই? তৃণমূলের বাইচুং ভুটিয়ার বিরুদ্ধে কি বিজেপি প্রার্থী হচ্ছেন বাপ্পি লাহিড়ি? বিজেপি শিবিরের তেমনই খবর। আজ দিল্লিতে মোর্চা সভাপতি বিমল গুরুংকে পাশে বসিয়ে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং বলে দিলেন, দার্জিলিঙে বিজেপি প্রার্থীকে নিঃশর্ত সমর্থনে রাজি মোর্চা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনেও বিজেপিকে সমর্থন দেবে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চা সভাপতি অবশ্য বলছেন, দার্জিলিং কেন্দ্রে তাঁরাই প্রার্থী দিতে চান।ছাড়া হাত ফের ধরল পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চা।
গত লোকসভা ভোটে মোর্চা ছিল বিজেপি-র সঙ্গে। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গেই হাত মিলিয়েছিলেন বিমল গুরুংরা। কিন্তু ক্রমশ কোণঠাসা হতে থাকা মোর্চা শেষ পর্যন্ত হাতে তুলল সেই পদ্মই। মোর্চার সমর্থনের আশ্বাস পেয়েই তৃণমূলের তারকা প্রার্থী বাইচুং ভুটিয়ার বিরুদ্ধে বাপ্পি লাহাড়িকে প্রার্থী করার ভাবনা শুরু হয়েছে বিজেপি-তে।
ভোটে একে অন্যের হাত ধরলেও দুপক্ষের ফাটল স্পষ্ট হল প্রথম দিনই।
দার্জিলিঙে বিজেপি মোর্চা প্রার্থীকে সমর্থন করুক, বিনিময়ে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীকে সমর্থন করবে মোর্চা---মুখ রক্ষায় এরকম একটা সমাধানসূত্রের খোঁজ করছেন বিমল গুরুংরা। সঙ্গে তৃণমূলের সমালোচনা।
মোর্চা-বিজেপি আঁতাতকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থী, রাজনীতিতে নবাগত বাইচুং ভুটিয়াও। তাঁর সাফ কথা, ভোটে তিনিই জিতবেন। বিজেপি-র হাত ধরে বরং চাপে পড়ল মোর্চাই। তবে তৃণমূলের হাত ছেড়ে মোর্চা ফের তাঁদের হাত ধরায় উচ্ছ্বসিত পদ্ম শিবির।
First Published: Monday, March 10, 2014, 21:39