Last Updated: October 18, 2012 16:22

আইপিএলে কেকেআরের চিয়ারলির্ডাস হিসাবে বহুবার মাঠ মাতিয়ে নজরে কেড়ে ছিলেন সানা। সেই সানাকেই পাওয়া গেল অন্ধকার জগত থেকে। গতকাল, বুধবার গভীর রাতে পুনেতে নিজের এজেন্টের সঙ্গে বেআইনি দেওব্যবসা করতে গিয়ে ধরা পড়লেন তিনি। নিজের এজেন্টকে দিয়ে খদ্দেরের সন্ধান করার অপরাধে গ্রেফতার হলেন সানা।
ঘটনায় বেশ অস্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তবে শাহরুখ খানের দলের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই বলা হচ্ছে না। শোনা যাচ্ছে সানাকে ইডেনে বেশ কিছু ম্যাচে পারফর্ম করতে দেখা গিয়েছে।
First Published: Thursday, October 18, 2012, 16:57