Last Updated: Sunday, September 8, 2013, 23:01
এক বছর আগে যমজ মেয়ের জন্ম খুশির বদলে একরাশ দুঃশ্চিন্তা নিয়ে এসেছিলেন নাইজেরিয়ান বাবা-মায়ের জীবনে। শিরদাঁড়া, অন্ত্র, জননতন্ত্র ও রেচনতন্ত্র একসঙ্গে জোড়া ছিল যমজ বোন হুসেইনা ও হাসানা বাদারুর। তাদের বাঁচার আশা নিয়ে যখন হাল প্রায় ছেড়ে দিয়েছিলেন নাইজেরিয়ার চিকিত্সকরা, তখনও হার মানেননি বাবা-মা। শুনেছিলেন ভারতে এই ধরনের অস্ত্রপচার করা হয়। সাত মাসের মেয়েদের উড়িয়ে এনেছিলেন এই দেশে। সফল অস্ত্রপচারের পর আজ তাদের প্রথম জন্মদিন পালন করল দুই বোন।