Last Updated: April 8, 2012 21:58

নবদম্পতির গাড়ি থামিয়ে হার ছিনতাই করল দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়। ওই বরকে মারধরও করেছে দুষ্কৃতীরা। রবিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে বারাসতের কাজিপাড়া এলাকায়। কাজিপাড়া রেলগেটের কাছে আনিসুর রহমান এবং রাবেয়া বিবির গাড়ি থামায় জনা পাঁচেক বাইক আরোহী। তাদের অভিযোগ ছিল, গাড়ি থেকে সিগারেটের ছাই ফেলা হয়েছে।
এরপরই গাড়ি ঘিরে ফেলে আনিসুর রহমানকে নামিয়ে মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় রাবেয়া বিবি এবং আনিসুরের গলার হার। বারাসত হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে আনিসুর রহমানকে। বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Sunday, April 8, 2012, 21:58