Last Updated: Sunday, April 8, 2012, 21:58
নবদম্পতির গাড়ি থামিয়ে হার ছিনতাই করল দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়। ওই বরকে মারধরও করেছে দুষ্কৃতীরা। রবিবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে বারাসতের কাজিপাড়া এলাকায়। কাজিপাড়া রেলগেটের কাছে আনিসুর রহমান এবং রাবেয়া বিবির গাড়ি থামায় জনা পাঁচেক বাইক আরোহী। তাদের অভিযোগ ছিল, গাড়ি থেকে সিগারেটের ছাই ফেলা হয়েছে।