আইফায় চালকের আসনে বরফি

আইফায় চালকের আসনে বরফি

আইফায় চালকের আসনে বরফিজাতীয় পুরস্কারে বিশেষ কূল না পেলেও আইফা অ্যাওয়ার্ড মাতাল বরফি। এখনও পর্যন্ত ঘোষিত টেকনিকাল বিভাগের ১৪টির মধ্যে ৯টি পুরস্কারই জিতেছে বরফি।

সেরা সিনেমাটোগ্রাফি, সেরা চিত্রনাট্য, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সাউন্ড ডিজাইন, সেরা গান রেকর্ডিং, সেরা সাউন্ড মিক্সিং, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা পোশাক, সেরা ডিজাইনিং ও সেরা মেক-আপের পুরস্কার গিয়েছে বরফির ঝুলিতে। সেরা অ্যাকশন ও সেরা সংলাপের পুরস্কার পেয়ে বরফির পরেই দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত গ্যাংস অফ ওয়াসেপুর। গ্যাংস অফ ওয়াসেপুরের সঙ্গে ভিকি ডোনর ছবির জন্য সেরা সংলাপের পুরস্কার ভাগ করে নিয়েছেন জুহি চতুর্বেদী। সেরা এডিটিং-এর জন্য পুরস্কৃত কাহানি। চিকনি চামেলি গানের জন্য সেরা কোরিওগ্রাফির পুরস্কার পেয়েছেন গনেশ আচারিয়া। এক থা টাইগার ছবির জন্য সেরা স্পেশাল এফেক্টসের পুরস্কার পেয়েছেন কবীর খান।

সেরা অভিনেতা, অভিনেত্রী ও সেরা ছবির ঘোষণা করা হবে আগমী ৬ জুলাই আইফার মূল অনুষ্ঠানে।

First Published: Tuesday, May 21, 2013, 20:40


comments powered by Disqus