Last Updated: October 25, 2011 17:48

অনুরাগ বসুর নতুন ছবি বরফি। রণবীর আর প্রিয়াঙ্কা স্টারার এই ছবি নিয়ে সবাই বেশ আগ্রহী। এই ছবিতে এক শারীরিক প্রতিবন্ধীর ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ডন, ফ্যাশন এবং সাত খুন মাফ এর মত সফল ছবির পর বরফি থেকে প্রিয়াঙ্কা- অনুরাগীদের প্রত্যাশা অনেক।
First Published: Tuesday, November 1, 2011, 23:03