Last Updated: Friday, August 10, 2012, 22:25
আনুরাগ বসুর "বরফি"-তে একজন মূক ও বধিরের রোলে রয়েছেন তিনি। কিন্তু রোমান্সে চেনা ছন্দে রণবীর। শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটির নতুন গান "ম্যায় কেয়া করু"। এই গানেই ইলিনা ডি`ক্রুজের সঙ্গে বিন্দাস রোমান্স করতে দেখা গেছে রনবীরকে। গানটিতে সুর দিয়েছেন প্রিতম। এবং গেয়েছেন নিখিল পল জর্জ। গানটির শুটিং হয়েছে উত্তরবঙ্গে।