Last Updated: February 29, 2012 21:04

মোহনবাগান ছাড়ার ইঙ্গিত আরও স্পষ্ট করলেন হোসে রামিরেজ ব্যারেটো। এক দশকেরও বেশি সময় ধরে সুবুজ-মেরুন রঙের সঙ্গে জড়িয়ে আছে ব্রাজিলীয় স্ট্রাইকারের নাম।
ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে আগামী মরসুমে তাঁকে সম্ভবত দলে রাখছে না মোহনবাগান। সেই ইঙ্গিত বোধহয় পেয়েছেন ব্যারেটোও। বুধবার মোহনবাগান অধিনায়ক বলেন, মোহনবাগান আর তিনি দুজনেই পেশাদার। দুপক্ষরই অধিকার আছে নিজেদের স্বার্থ দেখার।
আগামী মরসুমে মোহনবাগানে না থাকলেও, তিনি ফুটবলকে যে বিদায় জানাচ্ছেন না, তা পরিষ্কার করে দিচ্ছেন বাগান অধিনায়ক।
মোহনবাগান তাঁবু ছাড়ার আগে মোহনবাগান জনতার নয়নের মণি কিছুটা ক্ষোভের সঙ্গেই জানিয়ে যান, তাঁর এখন বয়স হয়েছে। এখন তাঁকে কে দলে রাখবে?
First Published: Wednesday, February 29, 2012, 21:04