Last Updated: March 28, 2012 15:02

লিগ শীর্ষে থাকা ডেম্পোর সঙ্গে মোহনবাগানের পয়েন্টের পার্থক্য ৮ হলেও, এখনও চ্যাম্পিয়নশিপের আশা ছাড়ছেন না অধিনায়ক ব্যারেটো। তাঁর মতে, ফুটবলে সবকিছু সম্ভব। তাছাড়া ডেম্পো বাকি ৫টা ম্যাচই ডার্বির মত শক্তিশালী ম্যাচ। তাই মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার সোনালি রেখা এখনও দেখছেন ব্যারেটো।
ব্যারেটোর মত অবশ্য এতটা আশাবাদী হতে পারছেন না মোহনবাগানের জাতীয় দলের মিডফিল্ডার জুয়েল রাজা। মোহনবাগানের কাছে সুখবর, ডেম্পো ম্যাচে খেলতে পারবেন ব্যারেটো আর জুয়েল রাজা।
First Published: Wednesday, March 28, 2012, 15:02