বারুইপুরে আক্রান্ত ৪ সিপিআইএম কর্মী

বারুইপুরে আক্রান্ত ৪ সিপিআইএম কর্মী

Tag:  baruipur cpim cpm attack
বারুইপুরে আক্রান্ত ৪ সিপিআইএম কর্মীসিপিআইএম কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।  রাতে রামনগরের উলুঝাড়া গ্রামে  আক্রান্ত হন ৪ জন সিপিআইএম কর্মী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা  অরুণ মণ্ডলের নেতৃত্বে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। আক্রান্ত ৪ জন সিপিআইএম কর্মীর মধ্যে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।  

রাতেই আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিস। অভিযুক্ত অরুণ মণ্ডল এলাকায় বেআইনি মদের ব্যবসায়ী হিসেবে পরিচিত। রাতেই আক্রান্তদের পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা।   

First Published: Monday, May 14, 2012, 12:44


comments powered by Disqus