Basusree kolkata Nababarsha

২৪ বছর পর নববর্ষ ফিরল বসুশ্রীতে

দীর্ঘ ২৪ বছর পর আবার বসুশ্রী সিনেমাহলে শুরু হল বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। আগে যেখানে শোভা পেতেন উত্তম হেমন্ত শ্যামল সৌমিত্র, সেখানে আজও আছেন সৌমিত্র ও সন্ধ্যা মুখোপাধ্যায়, একরাশ স্মৃতির ঝাঁপি নিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুব্রত মুখোপাধ্যায়।

তার পর, একের পর এক শিল্পী গাইলেন গান। অনুরাধা পাড়োয়াল থেকে বাপি লাহিড়ী, সবাই মেতে উঠলেন নববর্যের উত্সবে। আয়োজক তোচন ঘোষ এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ তুলে দেবেন দুঃস্থ শিশুদের হাতে।

First Published: Tuesday, April 15, 2014, 20:08


comments powered by Disqus