Basusree - Latest News on Basusree| Breaking News in Bengali on 24ghanta.com
২৪ বছর পর নববর্ষ ফিরল বসুশ্রীতে

২৪ বছর পর নববর্ষ ফিরল বসুশ্রীতে

Last Updated: Tuesday, April 15, 2014, 20:08

দীর্ঘ ২৪ বছর পর আবার বসুশ্রী সিনেমাহলে শুরু হল বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। আগে যেখানে শোভা পেতেন উত্তম হেমন্ত শ্যামল সৌমিত্র, সেখানে আজও আছেন সৌমিত্র ও সন্ধ্যা মুখোপাধ্যায়, একরাশ স্মৃতির ঝাঁপি নিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুব্রত মুখোপাধ্যায়।