Last Updated: July 8, 2013 10:52

মাঠের মধ্যেই দুই ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না আর রবীন্দ্র জাদেজার ঝগড়া ঘিরে আগেই বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার সেই বিতর্ক পৌঁছল বিসিসিআই পর্যন্ত। বোর্ডের তরফে রবীন্দ্র জাদেজার কাছে এই ঘটনার লিখিত কৈফিয়ত দাবি করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজে চলতি ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচে রায়নার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জাদেজা। ওই ম্যাচের ২৬ ও ৩২ তম ওভারে জাদেজার বলে দুটি ক্যাচ মিস করেন রায়না। এরপরেই উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় দু`জনের। শেষ পর্যন্ত অধিনায়ন কোহলির হস্তক্ষেপে দু`জন নিরস্ত হন।
সূত্রের খবর অনুযায়ী জাদেজা নাকি রায়না কে বলেন দলের অধিনায়কত্বের মত ক্যাচ গুলোও তাঁর হাত থেকে ফসকে গেছে।
First Published: Monday, July 8, 2013, 10:52