Last Updated: Sunday, August 18, 2013, 19:02
ভারতীয় ক্রিকেটের দুই তারকা R মানে রোহিত শর্মা, আর সুরেশ রায়না দুরন্ত শরতান করলেন। চেতেশ্বর পূজারার পর সুরেশ রবিবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে রোহিত আর রায়না একেবারে চোখধাঁধানো ইনিংস খেললেন। রোহিত শর্মা করলেন ১১৯ রান আর সুরেশ রায়না ১৩৫ রান ধুন্ধুমার ইনিংস খেললেন। সব মিলিয়ে প্রথম ইনিংসে ভারতের মোট তিনজন শতরান করলেন। প্রথম ইনিংসে ভারতীয় এ দল পাহাড়প্রমাণ রান করল।