Last Updated: April 20, 2012 17:17

খাতায় কলমে গাড়ির অস্তিত্ব থাকলেও, বাস্তবে তার চিহ্ন নেই। আর অডিটে সেই বিষয়টি প্রকাশ্যে আসাতেই অস্বস্তিতে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লক প্রশাসন। এনিয়ে হেমতাবাদের বিডিও-কে রিপোর্ট দিতে বলেছে জেলা প্রশাসন।
১৯৯৭ সালে হেমতাবাদ বিডিও অফিসে নিযুক্ত হন একজন গাড়িচালক। জানা গিয়েছে, কয়েকদিন গাড়ি চালানোর পর তিনি যে জিপটি চালাতেন, সেটি খারাপ হয়ে যায়। তারপর থেকে ওই চালককে পিওনের কাজ করানো হয় বলে অভিযোগ। বিকল হয়ে যাওয়া জিপটি রাখা ছিল বিডিও অফিসের পিছনে। আর সেখান থেকেই কার্যত লোপাট হয়ে গিয়েছে গাড়িটি। কীভাবে ঘটল এই ঘটনা? বিষয়টি ধরা পড়ে অডিটেও। এরপরই বিষয়টি নিয়ে বিডিওকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
বিডিও অফিস থেকে গাড়ি খোয়া যাওয়ার ঘটনায় রীতিমতো অস্বস্তিতে জেলা প্রশাসন।
First Published: Friday, April 20, 2012, 17:17